আলপনার সাজে গ্রামের অলিগলি-পথ
মুখে-মুখে সাজ কত রঙ, দূর থেকে দূরে.....
আলপনার সাজ, আজ বৈশাখী উৎসবে।
রাত থেকে সাজ রমনার বটমূলে, গ্রাম্য রূপে
পান্তা ভাত ইলিশের প্লেট হাতে-হাতে ভোরে
বৈশাখী উৎসব সবার মনে-মনে, অন্তরে ।
আমিও সবার দলে, বৈশাখীর সাজ গায়ে
বাতাসে-বাতাসে রোদ্র মিশে যায়-শরীরে
সবাই বসে-বসে বট ছায়া সবুজ নরম ঘাসে।
শাড়িতে-শাড়িতে আলপনার সাজ, মেখে গালে
দল বেঁধে, ঢোল বাজাতে-বাজাতে চলে পথে-পথে।
চার দিকে কোলাহল, রঙের খেলা-আলপনার
গাছে-গাছে কাঁচা আম, রমণীর জিহ্বা রসে টলমল!
আমিও খেতে চাই সবার দলে, রমণীদের হাতে_
খেতে চাই পান্তা-ইলিশ, ভোরের পাতে।