মোম আলুর সুরু গাছটি ঝুলে রয়েছে আম গাছে
গোল-গোল পাতারা শূণ্যের পানে চেয়ে রয়েছে
টুনটুনি বাসা বাধে হলুদ সুতোর সেলাই প্যাচে।
সোনালী পিঁপীলিকা দল করেছে ডালে-ডালে
সবুজ আম পাতা করে নাকো হিংসে'
রয়েছে যে যার মত ভালোবেসে, ভালো ঢেলে।
ডালে-ডালে কবুতর ঘুম ছুঁয়ে স্বপ্ন নিয়ে
ক্লান্ত দুপুরে কাক এসে বসে ডালে-ডালে
শুকনো পাতা ঝড়ে পরে রমনীর সাজ গায়ে।
ছুট্ট ছেলেটি দোল দেয় সকাল-দুপুর চেপে
কেঁপে-কেঁপে আসে মৌমাছি, মধু লয়ে মুখে
আম গাছে বসেছে মেলা মানুষের চুপে।
নিশীতে নিদ্রা লয়ে ঘুমিয়ে সবে রয়
কালো পেঁচা চোখ মেলে চেয়ে রয়েছে অভয়।
বাদুড়ের দল উড়ে-উড়ে আসে-যায়-বসে
আমগাছ একেলা নহে সকলে রয়েছে ভালোবেসে।