শীত, শীত, শীত এসেছে, শীত এসেছে গাঁয়ে
কুয়াশা ঢেকে সবুজ গ্রাম, সবুজ ঘাসে ছুঁয়ে।
শীত সকালে কাঁপছে সবাই, ঘুমুচ্ছে কম্বল গায়ে
উঠছে না কেউ শীতের সকাল, শীত লাগছে পায়ে।
শীতের সকাল হাঁসের হাসি, শীত লাগে না গায়ে
পুকুর জলে সাঁতার কাটে মাছ খাঁমচে পায়ে।
রমনীদিগের শীত লেগেছে লজ্জাবতী গায়ে
কৃষ্ণ চূড়ার রং মেখেছে নববধুর পায়ে।
বটগাছেতে ডাকছে ঘুঘু শীতের ছাদর গায়ে
সূর্য উঠা সকাল-সকাল দাদা জ্বালছে চায়ে।
গ্রাম্য আমার শীতের সকাল রূপ জ্বেলেছে গাঁয়ে
কুয়াশা মাখা সবুজ পাতা, স্নিগ্ধ বাতাস ছুঁয়ে।
আমার গাঁয়ে শীত এসেছে, কুয়াশার গোমটা দিয়ে
ঘাসে-ঘাসে কুয়াশার ফোঁটা হাঁটিবো খালি পায়ে।
যত দূর হেঁটে-হেঁটে যাই, অপরুপ গাঁয়ে
গ্রাম্য রূপ শীত হয়ে শরীর দেয় ছুঁয়ে।