আমার বাড়ির চারি পাশে কত শত গাছ
কামরাঙ্গা,পেয়ারা গাছ চেয়ে আছে উকি দিয়ে_
আতা গাছ, জাম্বুরা গাছ,পেঁপে গাছের আবাস
আম,কাঁঠাল, ঝেপে আছে বাড়ির চারি পাশ।
গাব গাছের সাথে মিশে আছে বেল গাছ
আমার বাড়ির চারি পাশে সবুজ গাছের চাষ।
ঘরের আঙিনা জুড়ে সন্ধামালতী ফুলের গাছ
রক্ত জবারও হাসে,বাসাতে মাখে ঘ্রাণ।
কচু ফুলের লতা জড়িয়ে আছে নয়টার ফুলের সাথে
গাঁদা ফুলের গাছ টবে-টবে, লাগিয়েছে শাহনাজে-
মিনহাজেও লাগিয়েছে গোলাপ গাছ, ছাদে-সাজে।
তাসপ্রিয়া চুপি-চুপি আমরুজ গাছে উঠে।
কুমড়া লতা গাছে-গাছে, লাউয়ের লতা বাঁশে
সিম লতা ছড়িয়ে আছে টিনের চালে-চালে
আমার বাড়ি সবুজ বনে, সবুজ চারি পাশে
গাছে-গাছে আমার বাড়ি, ভরিয়ে রেখেছি ফুলে।