কাগজে লেখা গল্প গুলো আমার
রিমকে রিম কাগজ লিখলেও আমার গল্প ফুরাবেনা
আমার মাঝে শত গল্প ভান্ডার
জীবনে বেহাল সাজ গল্পগুলো রয়েছে দুখ অভিধান
কাগজে লেখা গল্প গুলো পড়েছে
অনেকে;চুপ গভীর মননের অবাক চিন্তা আনাগোনা
আহত চোখে কেউ খোঁজে নেমেছে
জীবন্ত গল্প গুলোর আবিষ্কার করতে কত আলোচনা
আমার আমি চুপ গল্প কাগজে
গল্পের বই সবার হাতেহাত নতুন আলো মাতোয়ারা
আমারে লয়ে হাসে কাঁদে সমাজে
সবার কাছে আমার জীবনের কাগজ সাজে দিশাহারা
আমার মনে কত কথা সাজাবে
শিউলি ফুল তোমরা নজরেই দেখিবে রূপ অপরূপ
তোমার চোখ লয়ে ডাকি ঘুমাবে
আমার গল্প শিউলি ফুলফুলে মাখিবে আজ স্বপ্নচুপ
সবার মুখ চুপে কাঁদে হাসিবে
এখানে ঘুম চোখের স্বপ্নরাই বাঁধিবে বাসা অন্যঘরে
সবার ঘরে সুখ হাসে কাঁদিবে
আবার চোখ মেলিয়া অবসন্ন আদরে চাহে গল্পঘরে