গোলাপটি মোর যত্নে রয়েছে
সতেজ রয়েছে পাপড়ি
ভালোবাসার রঙ মাখানো
সহস্র কথার আঁকড়ি
সকালের সূর্য মেলেছে আলো
গোলাপের মুখ গোলাপী
কত শত স্বপ্ন রয়েছে সাজানো
পূর্ণতা জীবনের ব্যাপী
অপেক্ষাতে শত রজনী পূর্ণিমা
আজ সকালে ফুটেছে ফুল
গোলাপের রঙ মেলেছে আলো
সূর্যের সাথে আমি ব্যাকুল।
গোলপটি আজও রয়েছে হাতে
আশা গুলো ঝরে পড়ে
গোলাপটি আজও দেওয়া হয়নি
আলো রয়েছে মরে ঘরে
গোলাপটি আমার ভালোবাসা
যার হাতে দিব তুলে
সে তো আজও আসেনি ফিরে
ঘুম ক্লান্তির স্বাদ ভুলে
গোলাপটি আজও হাতের মুঠোয়
শত শত যায় বছর
আত্মা আমার গোলাপের মাঝে
তোমার খোঁজে বিভোর
আমি মাটির তরে মিশে রয়েছি
গোলাপটি রয়েছে সতেজ
গোলাপটিতে আত্মা আমার
আজও করে খুব সাজ
রচনা, মোহাম্মদপুর, ঢাকা
লিমিটেড—২,ব্রিজে বসে লেখা।