আমি নিতান্তই বন্ধি কাচের দেয়ালে
মুখে কালো অন্ধকার ঘিরে আছে
নিঃশ্বাস লেগে আছে কাচের দেয়ালে__
অসুখের হাত দিয়ে মুছে নিতেই কালো ‘দৈত্য’
আমার দিকে হা করে তাকিয়ে আছে
দীর্ঘশ্বাস দিতে দিতে আমি ক্লান্ত।
আমার শরীরে অকেজো আগাছা ঘিরে আছে
নাঙলের আগাতে আগাছা বেড়ে উঠে
বিলম্বের মত গাঢ় টক আমার শরীরে
ঝাল দেখে গেউ কুকুর লালা ঝরায় কচু ক্ষেতে
কাচের দেয়ালে থুতু ছিটিয়ে দিয়ে ঘৃন্না করে
আমাকে অস্বাদ লাগে আলাসিন পীপিলিকার
গৃহ-দেহ শয়তানের কাছে আত্মা বিক্রি করে।