দুর্বা ঘাসে শুয়ে এক মনে চিন্তার শহরে ছেলেটি_
কাজ নেই; চাকরির ইচ্ছে নেই, অন্যের গোলামি,
দাসত্বের বেড়াজাল থেকে মুক্তি চায়
নিজেকে স্বাধীন রেখে বাক স্বাধীনতা
সংসারে অপদার্থ, মূল্য নেই, বাহিরে
মা ছাড়া কেউ দেখে না বাবার নজরে
সবার চোখের বালি, অকর্মঠ, অকেজো, ছারপোকা
ছেলেটি শান্ত,ধৈর্যশীল,এক মনে চিন্তায় আধবোকা।
খাবারে ডাক, ঘুমাতে ডাক, হাঁটতে ডাক, স্বৈরাচারী
নিজেকে শক্ত হতে যত সময় লাগে, চোখ নয় ভারী
চোখ ভুজে চোখ মেলে ঘুম নেই এখানে
এখানে সবাই সুখ খোঁজে, টাকার তরে
ঘুষ চায়, ধর্ম বিক্রির টাকা খেতে চায়
ওরা অসৎ, গরিবের মাংস চিবিয়ে খায়।
ছেলেটি নিজে কিছু করতে চায়,অন্যের পা চেটে নয়
স্বাধীনতা, মুক্তি, শক্তি, ভালোবাসা, চার দিকে জয়।
ছেলেটি অকর্মঠ, কিছুই করে না, সবার মুখে অলস
কেউ দেখে না, বেকার, মূল্যহীন, সংসারের কুলস।
পড়াশোনা উচ্চ, কাজে ঘুষ চায় গুচ্ছ
আবার গোলামির চাকরি, নিজের টাকায়!
অবাক বিশ্ব, মনুষ্যত্বে দাসত্বের বেড়া
বিবেক স্তব্ধ, সবাই রয়েছে অন্ধ মরা।
ছেলেটি কোথায় শান্তি পায়, সংসারে-বাহিরে জ্বালা
আজও ধৈর্য্য ধরে রয়েছে পড়ে, চিন্তার কবে ফালা?