এ সময়টা আমার নয়, আমার মত করে_
এ সময় আমাকে যন্ত্রণা দেয় মনের গভীরে,
যখন কেউ আমাকে দেখতে পারেনা_
হাসাতে পারেনা, তখনও আমি অকর্মঠ।
বুকের ভিতর জমাট বাধা কষ্ট গুলো
দিন দিন ফোলে উঠে,
হৃদয়ের পানিতে বেসে–বেসে।
এ শহরের মানুষ গুলো স্বার্থ চায়—টাকা
আপন জনও গেউ কুকুরের মত হয়ে যায়
লাল চোখে চায় আমায়, আমার পেটে অন্ন নষ্ট হয়।
কোথাও আমার বিশ্বাস নেই, টাকা নেই
আমায় কেউ ডাকেনা, কেউ বুঝে না,
নিজের কাছে নিজেকে অভিসপ্ত মনে হয়
সুখ আমার নয়, দিনে–দিনে সুখ তিলে–তিলে ক্ষয়।