এ জগতে কেহ কারো নয়
মানুষের কত বর্ণ-
কেহ গণ্য,কেহ নগণ্য
আবার কেহ পণ্য,
কেহ গ্রাম্য, কেহ শহরস্থ,কেহ বন্য।
স্বচ্ছ গুচ্ছ বিভ্রান্ত
কেহ ক্লান্ত,ভ্রান্ত
কেহ শান্ত, প্রশান্ত
মননে বিসর্গ প্রান্ত
আবার ভীষন্ন যাতনা,ক্ষান্ত।
অন্তরিক্ষ মানবতা
চক্ষে শান্তির শান্তনা-
আবার কাঁদে মন যন্ত্রণা
কে হবে কার? আমি যার
ছিলো কবে কার।
অমা চক্ষে সাধনা,আলোর জিকির
সুদর্শনে হাসি মুখ
নিঃশ্বাস বিশ্বাস নাহি
কাঁদে মন ক্ষণে-ক্ষণে
মিথ্যে আশার স্বরণে।
অস্বাদ আমার গৃহে
স্বাদ ছুঁয়ে কে সহে
দুনিয়া রংমঞ্চ-লিলা
চোখের ঈক্ষনে কি নিলা?
কালো সবি কালো সঙ মিলা।