এই ঘরে সব মৃত; অন্ধকার নেমেছে শহরে শহরে
বিষন্নতার ভিতরে বিষন্নতা—চোখ নেই
দেয়ালের ভিতরে দেয়াল ঝুলে রয়েছে টিকটিকি
মাকড়সার জালে আটকে রয়েছে মশা;
এই ঘরে সব মৃত; শুয়ে রয়েছে লাশ হয়ে_
সব কিছু চুপ রক্ত ঝরে পড়েছে জোকের শরীরে
ঘাসের ভিতরে গাঢ় সবুজ রঙ দুর্বিশার অন্ধকারে,
শুকুনেরা নেমে আসে গভীর অন্ধকার থেকে ভয়ে।
এই ঘরে সব মৃত; কাচা হলুদের ডাটার মত ঝরে_
শুকনো পাতা হলুদ হয়ে; তাজা ঘাস মরে।
পিপিলিকা ঢুকেছিলো গর্তের গভীর অন্ধকারে
সেখানে নেমেছিলো আবাল ব্যাঙ চোখ খসে।
মৃত দেহ গুলো এই ঘরে শুয়ে রয়েছে—কবরে
দালান ধষে পড়েছে দেহ নিয়ে; ক্লান্ত নিশে।
এই ঘরে সব মৃত; বুড়ো শালিকের মত ঝরে
খয়েরি পালক উড়িতেছে ঘন অন্ধকারে—মরে।
শুয়ে রয়েছে বিছানা ছাড়া, মাটি-ঘাসের উপরে
এই ঘরে সব রয়েছে পড়ে মৃত, ক্লান্ত দুপুরে।
রচনা, কিডনি হাসপাতালে বসে।