যাবো যাবো চলে আমি
যাবে যাবে তুমি
এক এক করে সবাই যাবে
থাকবে না এই ভূমি।
ঘর ইমারত টাকা পয়সা
এটা আমার বাড়ি?
আমার আমি তাও দার
কিসের আবার গাড়ি।
ক্ষমতার জোর শক্তি দেখাই
দল বলের লড়াই
চিন্তা শক্তি বুঝ রয়েছে
কি হবে করে বড়াই।
চক্ষু বুঝিয়া বক্ষ মেলিয়া
চিন্তা করে মন
পরকাল ছাড়া কিছুই নেই
যতই উড়াই ধন।
কবর খানা তৈরি আমার
ঐ যে পুকুর পাড়ে
একা আমি নিরিবিলি
রবো মাটির ঘরে।