দেশ আমাদের দেশ, সোনার বাংলাদেশ
দেশের মধ্যে আহাজারি, দেশের কিবা দোষ ?
দেশ ভালো সমাজ ভালো আমরা হলাম কালো
আমরা মানুষ কু-কাজেতে, আমরাই বলি ভালো ?
দুর্নীতি আর জুলুম করি, দেশ কি আর করে ?
যাহা করি আমরাই করি, দেশের দুর্নাম পরে ।
দেশের মানুষ দেশের মানুষ গর্ব করে বলি
দেশের মধ্যে আহাজারির আমরাই করি দলাদলি ।
শ্রমিক আমরা, কৃষক মাঠে- সূর্য উঠে !
তাদের ঘামে খাদ্য আসে, মাছ-ভাত চাষে,
তাদের ঘাড়ে পাড়া দিয়ে উচ্চ আকাশ মাঠে,
আবার তাদের দেখে ঘৃণা করে, মুখ ফিরিয়ে কাসে ।
তাদের মুল্য আমরা দেইনা, দেশ ঠিকই বাসে
দেশের চোখে আলো আছে, আমরা চক্ষুবিনে,
দেশের সাথে শ্রমিক- কৃষক ভালোবাসা চাষে
যাদের জন্য সূর্য উঠে তারাই আলোহীনে ।
দুর্নীতিতে লিপ্ত যারা, তারা আলো কিনে
যাদের শ্রমে আলো আসে, তারা কালো চিনে ।
ভালোবাসে দেশটাকে, তাই সোনার ফসল ফলে
নিজের আশা দেশের জন্য, তাইতো কালো গিলে ।
দু'মুঠো ভাত খেয়ে-খেয়ে জীবন কেটে যায়
নিজের হাতে ফসল ফলে, নিজে নাহি পায় ।
মুখের খাবার কেঁড়ে নিয়ে যায়- রক্ত, কালো চোখে
কৃষক- শ্রমিক উপাস থাকে, খাবার নাহি মুখে ।