চোখের তারা জলে ডুবে
চেয়ে আছে এক রমণীর চোখে
হাসতে চায় না দু'চোখ মেলে
সে আমায় খেলে
আমি ভুল করে তুমি হয়ে যাই
অজানা চোখে।
কার চোখে কার দেখা
কার মনে কে স্বপ্ন দেখা
কে কার হয়ে যায় আত্মভোলা
দু'জোড়া চোখ চাঁদের দেখা
চাঁদ হাসে চোখ দোলা
আমি তোমার মন ভোলা।
চোখের তারা জলে ডুবে
চেয়ে থাকা এক রমণীর চোখে
হাসে সে কেমন করে
দু'জোড়া চোখ হিমেল বাতাসে
আমি তোমার, তুমি কার?
সে কার, অন্য জনের?
দু'জোড়া চোখ এলোমেলো
জোনাক জ্বলে আলো।