ছাদের এক কোণে বসে থাকা ছেলেটিও এক দিন
লিপিষ্টিক মাখা ঠোঁট স্পর্শ করেছিলো;
সেও প্রেমের সতিত্বে রক্ত নিয়ে খেলা করেছিলো
আজ সে পবিত্র;
গঙ্গার জলের মত-দোষ একটুও নেই।
ঘরের এক কোণে বসে থাকা আবেগী মেয়েটি
দুশ্চিন্তায় কাতর,নীরবে কাঁদে
মুখথুবড়ে পড়ে থাকে একেলা
বক্ষে মিশানো দস্যু প্রেমের জল চোখ ভেজায়।
কে দোষী, যে প্রেম বিলায়, যে প্রেম ছোঁয়?
সত্য প্রেমের আলোয় মরীচিকা ঘুমায়
এখানে আবেগী প্রেম দস্যুরা ভিড় জমায় না
এখানে ঘাম শীতল হয়ে রয়-বাস্তব
উত্তাপ নেই,সংঘাত নেই, আঘাত নেই,শুধু কল্পনা,
এখানে বাস্তব কল্পনা,ভবিষ্যতের চিন্তা।
গঙ্গার জলে মিশে থাকা দস্যু প্রেমের গল্প বহমান
এখানে নৌকাডুবির গল্প আছে,
কালো মুখোশের আড়ালে প্রেম বেচাকেনা গল্প
সস্তা দামে,
দস্যুরাও নিজেকে পবিত্র বলে।
লুকোচুরি, ভয়, আবার আসে ফিরে,
কি মধু আছে এই প্রেমে?
আবার কাঁদে গোপনে_নীরবে,
দস্যু প্রেম ছুঁয়ে দেয়, ফাঁসি অভয়ে
গঙ্গায় ডুবে মরে, তবুও প্রেম আসে ফিরে ফিরে।