দলবল,মারামারি,জোর যার বাহাদুরি
নরমের ঘাড় ধরি,গরমের পায়ে পড়ি।
কালো টাকা কা-কা,সাদা টাকা ফাঁকা
কাকা যার ঢাকা,ত্যাড়া মাথা বাঁকা।
অলি-গলির মাস্তান,মারামারির ঝংকার
কি কার,করে কি,ঘরে রয় সরদার।
কার ঘরে কে রয়,দখলে জয়-জয়
দুর্বল' মনে ভয়, সত্যের ক্ষয়-ক্ষয়।
দলবল কলকল,মারামারির চল চল
বড় ভাই,মরে ভাই,যাবে কই বল বল।
নেতা সে,ঘরে কে, চলে সে দল বল
দলবল নাহি বল, মিথ্যে সব কলকল।