আমি মিথ্যে নই_
মিথ্যের আড়ালে সত্য গুলো-নীরবে।
ঘৃণায় জমেছে ধূলিবালি, আর কত দূরত্ব নিবি?
জোছনার আলো ছিলো নাকো  মিছে,
তুমি আসবে জেনে, আঁধার আছে ঘুমিয়ে।

তুমি হেরে গেলে, আমিও হেরে যাই
দু'টি দেহে একটি জোছনা, করে মাখামাখি
আলো-আঁধারির খেলা আকাশের ওপারে
এ পারে জোছনার আনাগোনা।

ভালোবাসা অদৃশ্য!  
দু'টি দেহের অস্তিত্ব খোঁজেই ভালোবাসার সৃষ্টি।

জোছনা দেখতে দেখতে, এক টুকরো মেঘ এসে
আড়াল করে দিলো-আলো,
তুমি নেই, ভালোবাসার পাশে
আজ আর আমি জোছনা দেখি না।
মনের আঁধারে আলো দিবে কে?
তুমি যে নেই, একাকিত্ত্ব রাতে
জোছনা দেখার স্বাদ জাগে
পাশে হাত দিয়ে দেখি তুমি নেই_
অদৃশ্য,
সত্যি তুমি নেই?
তুমি আছো হ্রদয়ে, জোছনা রাতের স্মৃতি হয়ে
ভালোবাসি তোমায়, ভালোবাসি জোছনা রাত।

তোমার সমাধিতে, জোছনা নেমেছে
দেখো একটু চোখ খোলে
না হয় আমার চোখে চোখ রেখে
আমি চাইনি আমাকে জিতাও
আমি হারতে চাই হারতে
তুমি চলে গেলে আমাকে হারিয়ে
আজ আমি জিতেও হেরে গেলাম
তুমিই জিতে চলে গেলে, আমায় কাঁদিয়ে,
আজ জোছনা দেখতে খুব ইচ্ছে করে।