হেঁটে হেঁটে বহু দূরে, বহু দূরের পথে
জল পড়া রঙ জং ধরেছে আকাশে
শত বাঁধা পেরিয়ে আঁটকা পরেছি নক্ষত্রে
হেঁটে হেঁটে যাই বহু দূরে বহু দূরে.......
আমাকে আমি হারিয়ে যাই বিষন্নতার মাঝে
খেয়ালই কত জন আমাকে নিবে খোঁজে?
হাসির মুখোশে ঢাকা পড়েছে যন্ত্রণার আত্মা
দিয়ে যায় নিয়ে যায় শত ব্যথার বার্তা
খোলা চিঠিতে লেখা ছিলো আমার বিষন্নতা
ধোঁয়ায় উড়িয়ে যায় সব কষ্টের অজানা কথা।
আমি হেঁটে হেঁটে যাই বহু দূরে, দূরের পথে
খোঁজে পাবেনা আমাকে এই দূরের পথে
আমি হাওয়া হয়ে উড়ে যাব ধূসর আকাশে
নিমেষেই মিশে যাব না দেখা ধূসর বাতাসে।