আমার দেহ খানা পড়ে রবে এ-ই দুনিয়ার ঘরেতে
আত্মা খানা উড়ে যাবে সন্ধানী ঐ বাতাসে
কষ্টের কথা বুঝাই কাহারে
আমার কষ্টের কথা বুঝাই কাহারে,
মন ঘুমায়রে, মন ঘুমায়রে, বুঝাই কাহারে

স্বপ্ন আশা ভালোবাসা কোন হাটেতে বিক্রি হয়
কষ্ট আমায় হেলায় খেলায়
অন্ধকারে হাসির ক্ষয়
আমার কষ্টের কথা বুঝাই কাহারে
মন ঘুমায়রে, মন ঘুমায়রে, বুঝাই কাহারে।

সংক্ষেপিত।