এই সময় আসিবেনা আর ফিরে
দেখবেনা অমরা নব কোনো তরুণ
চলে যাওয়া স্মৃতি আর ঝরা পাতার ধূসর রঙ
সবুজ পাতায় ভেসে আসা বাতাস আসিবেনা।
ইটের বেন্সে বসে থাকা তরুণদের গল্প শুধুই স্মৃতি
দেবদারুর ছায়া তলে সব অন্যরকম গল্প
হাসি আর অট্ট হাসি, তখন খুব সুখে ছিলাম
এই সময় আসিবেনা আর ফিরে।
হাতে হলুদ আগুন আর কালো ধোঁয়া
মিশে ছিলো নিঃশ্বাসে; দেবদারুর বাতাসে
উড়ে যায় দুঃখের গন্ধ;
এক একটি টানে এক একটি দুঃখের সমাপ্তি।
কারো মুখ ভর্তি তাম্বুল, কারো মুখে গান
কেউ হেসে ছিলো লাল ঠোঁটে,
কেউ বোতল ভর্তি দুধ নিয়ে বসে ছিলো
গল্প গুলো সবার, দেবদারুর ছায়া তলে।
কত রমণী হেঁটে যায় পাশ ঘেঁষে
নিতম্ব দুলিয়ে আড় চোখে চায়!
সজীব চোখে অন্যনজর, ফাহিমও হাসে,
বাবুল অন্যমনস্ক, যৌবনে আছে বসে।