দেহের সাজানো ঘরে মনুষ্যত্ব আঁটকে মরে
এত রাস্তা সব কি রুক্ষ দ্বারে?
দ্বার ছাড়া ঘর অন্ধকারে
কার ঘরে আলো বসত করে?
নিয়ম–নীতি অন্যায় খোঁজে
আকাশ ছোঁয়া দালান চোখ বুজে।
চৌরাস্তার মোড়ে হাত বাড়িয়ে
ভাত দিবে কে চোখ ভিজিয়ে?
রাস্তা ছাড়া ঘর বানিয়ে
সেই ঘরেতে বসত করে সঙ্গ বিনে।
সব রাস্তায় মানব দাঁড়া
ভাবিসনা তুই মানব হারা।
তোর কাতারে আলো আছে
না হয় সারা বিশ্ব কাঁপে।
মানব সবাই সবার তরে
এই দুনিয়ায়, না হয় মরন কালে।
আপন কে সে, যে গোপন দিশে?
বিপদ–আপদ, কালো হিংসে বাসে।
বিষের বাঁশি কাল দৃশ্য রাশি
চৌরাস্তায় চোখ, কাঁদে বিশ্ববাসী।