লাল নীল চাকচিক্য মাটির স্টেক্সার
মনের শ্রাদ্ধ মিথ্যের বারান্দায় কবর।
স্নান রিক্ত অভিমানের বাসর-আদর
মনের বিরুদ্ধে মিথ্যেরে করি সাদর।
যদি বলি আমি সত্যের পূজারী
কেউ কেউ ভাবে আমি মিথ্যে বলি
পুড়া দেহ ইটের মত, মিথ্যে আদরী
প্রদ্বীপ জ্বলা আকাশ মিথ্যে দলাদলি।
কান্দে দুঃখী, দুঃখের দুঃখী, সুখের আড়ি!
বড্ড সুখে আকাশ বাড়ি? মিথ্যে সবি
সুখের বাসর-আসর, মিথ্যের মহামারি
জগৎ যুদ্ধ, সুদ্ধ সাধ্য, বন্ধ আঁখি কবর যাবি?