আকাশে একটি তারাও নেই—চাঁদ
চার দিকে আঁধার, ভীষণ আঁধার
ভার বাতাসে বৃক্ষেরা দুলছে এলোমেলো
বাসাতে উড়িতেছে ধূলিমাখা চাদর।
ধমকাহাওয়া হিমালয় থেকে মেঘ উড়ায়
বৃষ্টির রেখা আঁকছে গ্রামে গ্রামে
জোনাক পোকারা বাসা বাঁধিতেছে
সবুজ ঘাসে ঘাসে, বাঁশ বনে।
বৃষ্টিরা আসিতেছে ভেসে ভেসে বিকট শব্দ করে
রাস্তার পথিকেরা হাঁটিতেছে দ্রুত গতিতে
আমিও দৌড়াতে দৌড়াতে দোকানে ঢুকলাম
ভেজা শরীর নিয়ে। খোলা আকাশের দিকে তাকালে_
স্পষ্ট মেঘ আর বৃষ্টি দেখতে পাই।
বড় বড় বৃক্ষের মাথায় আলোর জ্বলক দেখিতেছি
গ্রামের রূপ দেখিতেছি ভীষণ আঁধারে।