আমি ক্লান্তির খসড়াপাতার বুকে চরণ মেলিয়া চোখ জেগে রই
জং ধরা আলোর মাখামাখি মনের গভীর গর্তে অন্ধ দেখে সই।
এ পথে কলমিলতা মরে আছে বাতাসের গন্ধে মুখ নীল বর্ণ
এ পথে ধূলিকণা সুচারু কাঁটা হয়ে পায়ে বাঁধে দুঃখ মন শীর্ণ।
আমি কত রাত ঘুম চোখে কাক,কোকিল,চিল দেখে শান্ত রই
জং ধরা আমার শহরে ভুল,অন্ধ,মেঘ বক কালো হয় দুঃখ ভই?
শত আশা নিয়ে যেতে চাই তোমার শহরে কাশফুল কোলে ঘুম
আকাশের সাথে বাস বৃষ্টি বিলাসিনী আমারে লয়ে সুখে চুম।
আমি শত ক্লান্তির পর তোমার সাথে শান্তি মিলাতে চাই কত
তুমি সুখ দিবে তোমার কোমল হাতে, নয়নে নয়নে সুখ যত।
তুমি কাশবনে আসিবে আমার শরীর ভিজিয়ে শান্ত করে ঘুম
কলমিলতার প্রাণে ছুঁয়ে দিয়ে সবুজ ঘাস, কাক,চিল চুপ জুম।
অন্ধকার রাতে আমি চুপ করে তোমার শরীরে মিশে শান্ত হব
দু'জনে এক দৃষ্টিতে পেঁচা দেখিবো কালো চোখের আলো দিব।
আমি তোমার লয়ে শত শত বছর কাটাতে চাই সুখ বৃষ্টি তরে
ক্লান্তির শহরে ফিরবো না, বৃষ্টি বিলাসিনীর ঘরে যাই শত বারে