অরে মন্ত, না হও উক্ত, হও শান্ত;
হে বীরত্ব, হে সাঁচা, হে অবণী
জেনে রাখ লোকালয়,
আঠারো হাজার মাখলুকাতের শ্রেষ্ট জীব মনিষী,
মৃত্যুদুত সর্বক্ষণ সঙ্গে_
হায়াত পুরালে পরকালে।
মেঘ যে কত রঙের হয়?
সব মেঘে বৃষ্টি নামেনা।
ঘন মেঘ আকাশ ভার করে নিয়েছে
বৃষ্টি নামার সম্ভবনা রয়েছে
আকাশ কাঁদতে কাঁদতে,বাতাসের কানে বলে,
মানুষকে বলে দিও অক্সিজেনের বড় অভাব!
যে কোন সময় আকাশে মিশে যাবে।
সংক্ষেপিত ।