চার দেয়ালে বন্ধি পাখি দুখের নীড়ে
সুখের নীড়ে স্বপ্ন দেখে আকাশ জুড়ে।
নিজের খুশি আকাশ ছুটে,রঙ্গ পাখি,
ঢাকার শিশু বন্ধি চারি দেয়াল ঘাটে,
মাঠে–ঘাঁটে না দঁড়ে,পাঠশালাতে ছুটে।
আলো–বাতাস নাই কো দেখে,মামা রবি
রাতের চন্দ্র,লক্ষ তারা কোথায় দেখে?
পূর্ণিমা যে আঁধার কাটে চার দেয়ালে।

আমি শিশু, ছুট্ট শিশু পাখির মতন,
দূর আকাশে চেয়ে থাকি দৃষ্টি যতন।
ইচ্ছে অনেক,ঘুরবো আমি বঙ্গ ভূমি।
আমি রাখাল,হব চাষা,এই তো আশা-  
কবি হবো,ডাক্তার,হবো পাখির বাসা,
আমার মাঝে বঙ্গ,মায়ের ভালোবাসা।

সনেট।
শেক্সপিয়ার বা মাইকেলের পদ্ধতির সনেট না এটা আমার নিজের মত করে লেখা সনেট।