হাঙ্গামা দাঙ্গামা
বঙ্গে ভাঙ্গামা
কার হাতে ক্ষমতা
দেশ কার উপমা?
টাকা কার কত বেশি
রক্তের স্বাদ বেশি
টাকা চোরের মান বেশি
সৎ লোকের হয় ফাঁসি।
হরতাল মারামারি
রাস্তায় লাশ সারি
শুঁকুনের দল ভারি
রক্ত চুষা কারবারি
ক্ষমতার বারাবারি
মাতাব্বরের দল চুরি
গরীবের গম চুরি
রাগ চোখে সিনাজুরি।
চার দিকে এত চুরি
নাই বিচার আসল চুরি
কে চোর, কার রশি
বিনা চুরি দেয় ফাঁসি।