নিজের কাছে নিজেকে অভিশপ্ত মনে হয়!
বিষাক্ত শব্দে কানে বিস্ফোরণ গঠে-অসহায়।
বিবেক জানতে চায় বেকারত্ব্যের দুরবস্থার কথা
করুণ কান্না, চাপা কষ্ট, অজানা ব্যাধির অসুস্থতা।

যে ছেলেটি অভিশাপ থেকে মুক্তি চায়-মুক্ত ছায়া
হেঁটে-হেঁটে আবিষ্কার করে দুর্নীতির সত্য ছায়া।
জুতুর তলায় লেগে থাকা অভিশপ্তরা পাঁথর হয়ে
দাসত্বের তাড়নায় কত দ্বার থেকে বিতাড়িত।

কোথায় স্বাধীনতা, টাকায়, সত্যে, ঘুষের ভিতরে?  
স্বাধীনতা খুঁজতে খুঁজতে মনুষ্যত্ব জ্বলেপুড়ে মরে।  
বিষাক্ত মিথ্যের ছলে সত্যের গোলাগুলি-পরাজয়
মিথ্যেরা দখল করেছে স্বাধীনতা, আলোর বিপর্যয়।

ওরা মনুষ্যত্ব বিক্রি করে, পশুর সাথে করে বন্ধুত্ব
ওরা ছেলেটির রাশি গুনে গুনে বিয়োগ কষে বৃত্ত।
ওরা দেখেনা জ্ঞান, বৃদ্ধ বাবা, পরিবারের কান্না
ওরা দেখেনা লুকানো কষ্ট, উড়ানো সুখ পান্না।
  
হাতের মোঠোয় টাকা চায়, গোল টেবিলের সন্ধি
টেবিলের নিচে টাকা দেওয়া, নইলে যাও,কু-গন্ধী।