তোমার নয়নে দেখেছি আমি ফুটেছে পলাশ কলি
তোমার নয়নে দেখেছি আমি অগ্নির দলাদলি
তোমার নয়নে দেখেছি আমি একুশের উড়া ধূলি
তোমার নয়নে দেখেছি আমি ভালোবাসার বুলি।
তোমার নয়নে দেখেছি আমি বোমার গোলাগুলি
তোমার নয়নে দেখেছি আমি স্বপ্নের মহাবলি
তোমার নয়নে দেখেছি আমি রক্তের চোরাবালি
তোমার নয়নে দেখেছি আমি স্বাধীনতার খুলি।
তোমার নয়নে দেখেছি আমি উঠেছে দিনের রবি
তোমার নয়নে দেখেছি আমি বাংলার রূপ ছবি
তোমার নয়নে দেখেছি আমি উঠেছে দিবাকর
তোমার নয়নে দেখেছি আমি পলায়ন বরবর।
তোমার নয়নে দেখেছি আমি কৃষকের মুখে হাসি
তোমার নয়নে দেখেছি আমি রাখালের সুর বাশি।
তোমার নয়নে দেখেছি আমি লক্ষ্য জনতার লাশ
তোমার নয়নে দেখেছি আমি বিজয়ের মহাচাষ।