মিথ্যে বলে উড়িয়ে দিসনা আমার মনের কথা
আমি অনেক কষ্ট পাব, কত রঙের ব্যাথা।
তোর কাছেতে সত্য বলি, সত্য আমার আঁখি
সত্য প্রেমের সত্য কথা প্রেম হৃদয়ে রাখি।
ভাবিসনা তুই; অঙ্গ-ভঙ্গি মিথ্যে কথা কয়
তোর লাগি; আমার হৃদয় কত কিছু সয়।
তোর কাছেতে বারে-বারে ছুটে যেতে চাই
তোর মুখেতে চেয়ে থাকি যত বারই যাই।
তোর পাশেতে বসে থাকি, ইচ্ছে শুধু হয়
তোর চোখেতে চেয়ে আছি বিশ্ব প্রেম উদয়।
অনেক কথা চোখে বলে, মুখ ফিরে তাকা
তোরই কথা মনের চোখে ভালোবাসা আঁকা
বাঁচতে রাজি তোরই লাগি, তোকে ভালোবাসি
না হয় জীবন বিলিয়ে দিব, পরের জন্মে দাসি।
সত্য বলি, সত্য বলি, সত্যি ভালোবাসি
তোর প্রেমেতে বাঁচতে রাজি তোকে মনে চাষি।
একটি কথাও মিথ্যে নহে, মিথ্যে নহে আঁখি
মরে গেলে বুঝবি আমায়, উড়ে গেলে পাখি।