নীরব অন্ধকারে, চাঁদের আলো চোখে মেখে
বর্ষার ঘুড়ি-ঘুড়ি বৃষ্টি ভেজা ঘাসে
হেঁটে চলেছি কোন পথে?
জোনাকির মিছিলের সাথে আলো মেখে মেখে
ঝিঁঝিঁ পোকার ডাক চার দিকে;
জনহীন অন্য পৃথিবীতে,
এখানে সঙ্গী নেই।
এখানে অন্ধকার, গভীর অন্ধকার
সূর্য নেই শুধু চাঁদ-রাতের দৃশ্য;
প্যাঁচার মত বসে থাকি-নীরবে
বটগাছের ডালে
বড়-বড় চোখ মেলে-অভয়ে।
অন্ধকারে উড়ে যেতে চাই
দূর থেকে দূরে, গভীর অন্ধকারে
যেখানে বন চুপ করে আছে
পথ চলছে অন্ধকার কোন এক শহরে;
চাঁদের আলো জ্বলে_
জন হীনে।
বাতাস এসে আমায় ভুলিয়ে দিবে-অতীত
আমি ভবিষ্যৎ নিয়ে থাকতে চাই
দুঃখরা আমার পিছনে দৌড়ায়;
ছুঁয়ে দিতে চায় গতর-ক্ষত গতরে_
ভালোবাসার বেদনার গর্ত গুলোতে,
ফুঁ-দিয়ে আগুণ জ্বালিয়ে দিতে চায়।
আমি যেতে চাই অন্ধকারে
যেখানে পূর্ণিমার আলো আছে,
যেখানে আমায় কেহু চিনবে না;
নালায়েক মানুষ গুলি।
যেখানে শুধু ঈশর বাস করে,
সেখানে আমি দেখতে চাই_
বেহেস্তের দরজা খুলে আমার মনুষ্যত্বকে।