আলো জ্বেলে,আলো মেলে
কালো কি ডাকা যায়?
মুখোশের আড়ালে কত কাহিনী
স্বপ্ন, আশা, ভালোবাসার দাহনি।
ব্যস্ত শহরে, শান্ত ছেলেটি
হেঁটেছে বহু পায়, অবুজ মনে।
গভীর রজনীতে উঠেছে জেগে স্বপ্নে–
স্বপ্নের ভয়ে নির্ঘুম রাত কাটে আহারে,
দীর্ঘশ্বাসের শব্দ আকাশও জানে,
বাতাসের রঙে মিশে যাওয়া কত কথা
আজও অজানা; আপন ঘরে।
ফিরে ফিরে দেখা না আসার ভ্রমর,
ফুলে ফুলে তার মিলন হবে, নাহি হবে সংসার।
হেঁটে হেঁটে ক্ষয় সময়, পাদুকা ও বিস্ময়!
ব্যস্ত শহরে মানুষ গুলোও ব্যস্ত
নাহি ফিরে ফিরে চায় মোরও প্রাণ,
মোরও আঁখি জলে (সু-কু দর্শনে)।
খোঁজে–খোঁজে, কাছে–দূরে
জীবনের পথ হারিয়ে গেলে,
আলো-আলো' মুছে যাবে,
কালো জ্বেলে ব্যস্ত শহরে,
ঘুমিয়ে যাবো নিঃসঙ্গ, নিরবে।
কাফনের কাপড় জড়িয়ে আছে হাজারও দেহ
নিভে যাওয়া স্বপ্ন দেখার আঁখি, অবিনশ্বর,
কোথায় পাবো তোমায় হে ঈশ্বর।