কতটুকু খাবে তুমি
যতটুকু পাবে?
গরিবে অনাহারে
না খেয়ে মরে

তুমি কোন কুলাঙ্গার
লালা পেলে ভাতে
গরিবের টাকা চাটো
লুটে নেও পাতে

দ্রব্যমূল্যের উদ্যগতি
কত আর চলবে
দেহের চাকা বন্ধ হলে
তুমিও মরবে।

কতটুকু খেলে তোমার
পেটটা ভরবে
দেশটাকে খেয়ে পেলো
নয় মাস গর্ভে।

ভিনদেশে টাকা পাচার
মালবাহী ট্রাকে!
এটিএম কেটিএম
বিটকয়েন ব্যাংকে।