হাজিতে করিয়া চাইল ধুইতে নিলো মায়ে
হুইরের হানিতে ঘশিয়া ঢুকিলো রসি ঘরে
ভাত–ছালম বসাইলো ডেগে, হাল দ্বয়ে
আগুন জ্বালিয়া হালে, মায়ে কত কাজ করে।
বোইনে ঘরের কাজ পরিষ্কার করে রাখে
আলমারিতে কাপড়চোপড় বা করে সাজে
হলার মোঠা দিয়া চকির মাডি ঝাড়ে দেখে
ঘর কোয়া, হুকনা হিছার বাজনা বাজে।
চাঁদপুরের গ্রাম্য ভাষায় এই কাব্যটি লিখেছি,
কাব্যের কোন শব্দই আপনারা কোন অবিধানে খুজে পাবেন না, তাই শব্দ গুলোর অর্থ দিয়ে দিলাম।
হাজি = চাল ধোয়ার পাত্র
হুইর= পুকুর
রসি= রান্নাঘর
ছালম= তরকারি
ডেগ=পাতিল
হাল= চুলা
হলা =সলা, ঝাড়ু দেয় এমন কিছু
মাডি=মাটি
কোয়া= ঝাড়ু দেওয়া
হুকনা=শুকনা
হিছা =ঝাড়ু
হানি=পানি
বা= গুছানো