চক্ষু বুজিয়া চিন্তা কর মন_
কে আছে তোমার,কি তোমার ধন।।
ঘুমের ঘরে মরণের আবাস,
মরণ আসিলেই সব শেষ।।
বিলাসিতা, চকচকে জীবন'
কিছুই রবে না মায়ার বন্ধন।।
কে চাচী,মামি, ঠাঁই নাই ঘর,
যত দিন মায়ে রবে,না হয় সব পর।।
মরণ আসিবে নশ্বর দেহে,
কি লয়ে দেহ বহে?
এখানে যে ওখানে সে,
খেলা ঘর সব শেষে।।
চক্ষু মেলে দেখরে মন
কিছুই নেই নিজ সাধন।।
যে দাদা সে বাবা,ভাই,সন্তান,
বার্ধক্যের দীর্ঘশ্বাসে মরনের সন্ধান।।