আমাকে আমি সামলাতে পারলাম না;
বিকৃত মস্তিষ্কের কুকুরও নিজেকে সামলে নিয়েছে!
কথার মূল্য নেই, মূল্যহীন নিঃশ্বাসের
বাসাত কেউ নাকে নেয় না, ‘বিশ্বাস মরে রয়েছে
বিস্তির্ন শহরে’ আমার মুখে গন্ধ নরকের।
আমিও আজ মিথ্যে, অগণিত কথার বাজারে
যেখানে কথা বিক্রি হয় সস্তা দামে ‘মিথ্যে কথার
উসিলা আরেকটি মিথ্যের আবিষ্কার করে’
সেখানে সুখ নেই, স্বর্গ নেই, বাতাসে গন্ধ নরকের।
আমাকে আমি সামলাতে পারলাম না;
আমিও আজ মিথ্যে, ‘কথার মূল্য নেই’
কথা দিয়ে কথা রাখতে পারলাম ঈশ্বরের সাথে।
সুখ খুঁজে আমি ক্লান্ত, বাঁশির সুর নেই
নিঃশ্বাসে গন্ধ, ‘বাতাসে মিথ্যে উড়ে উড়ে
নরকের সাথে আজ বাস ‘আমি অন্ধ’।
আমিও আজ মিথ্যে,
আমাকে আমি সামলাতে পারলামনা, নরক থেকে?