আমি তোমার মাঝে সুখি
আমি তোমার নগ্ন চোখে সুখি
তোমার সাজানো কথায় সুখি
তোমার হাসি মাখা মুখে সুখি
আবার তোমার ঘুম চোখে সুখি
আমি তোমার সত্য প্রেমে সুখি।
আমি তোমার সুরে সুখি
আমি তোমার রৌদ্র ঠোঁটে সুখি
আমি তোমার ভালোবাসায় সুখি
আমি তোমার সুখের হাসিতে সুখি
আমি তোমার সুখের দুষ্টুমিতে সুখি
আমি তোমার আদর হাতে সুখি।
আমি তোমার গরম নিঃশ্বাসে সুখি
তোমার দুষ্টু মিষ্টি অভিমানে সুখি
তোমার আলতা মাখা পায়ে সুখি
আমি তোমার নাভির চুম্বনে সুখি
আমি তোমার জড়িয়ে ধরায় সুখি
আমি তোমার স্তনের স্পর্শে সুখি।
আমি তোমার চঞ্চল চোখ নরম সুখি
আমি তোমার বিশ্বাসে মন বড্ড সুখি
আমি তোমার পাশাপাশি হাটায় সুখি
আমি তোমার কপালের টিপের সুখি
আমি তোমার সূর্য স্নানের ভোর সুখি
আমি তোমার গায়ে ছাদর উষ্ণ সুখি।