কসম! আমি মনুষ্যত্ব বিক্রি করতে আসিনি
মনুষ্যত্ব–অমানুষের সাথে লড়াই করতে করতে
দেহ–মনের সংঘর্ষে, ক্লান্ত আমার–আমি।
যে পথে ধূলয় মাখামাখি দোষ
সে পথে আমার বারন
তবুও কারা যেন টানে–কালো হাতে
বদনামের কালি গায়ে মেখে দিতে চাহে
আমি অব্যক্ত করুণ চোখে
রক্ত জ্বালাতে চাই সত্যের নমস্কারে
স্বর্ন পোড়ার মত খাঁটি হতে চাই
মনুষ্যত্বের চোখ খুলে মানবের তরে।
কসম! আমি মনুষ্যত্ব বিক্রি করতে আসিনি
আমি এসেছি ভালোবাসা দিতে
ভালোবাসা নিতে।
আমি মানুষ–মানহুঁশ হতে চাই
মনুষ্যত্বের দ্বার খুলে
আমি সত্যের কথা বলতে চাই;
কারা যেন কালো হাত দিয়ে
সত্য কথা গুলো জীবিত মেরে ফেলে
মিথ্যে কথায় আমাকে কলংক দেয়
ওরা আমকে হুমকি দেয় সত্য বেচার জন্য
তবুও আমি সত্যের পূজারী, সত্যের পথে চলি।