আমি হাসিতেছি তোমাদের শহরে শহরে
তোমরা আমাকে শিখিয়েছিলে বিমর্ষ হাসি
সূর্যের হাসি, ফুলের হাসি, আগুনের হাসি
আমি এক দিন হেসেছিলাম যুদ্ধের ময়দানে
সে থেকে আমি আজও হেসে যাই বিমর্ষ হাসি।
আমি তোমাদের শহরে হেঁটে হেঁটে যাই
আর যুদ্ধ শিখি_ আলো আর আগুনের যুদ্ধ।
আমাকে দেখবে সবাই সবাই ভয়ংকর রূপে
আমি কখনও আমাকে দেখেনি আমার মত করে
আমি যে আজ তোমাদের মত, তোমাদের মত
তোমাদের শহরে বেড়ে উঠেছি কোন এক দিন
আজ আসি, যাই, যুদ্ধ শিখি, মরণ যুদ্ধ।
কোন্ এক দিন আমাকে দেখিবে আমি তলোয়ার হয়ে আছি
তোমাদের হাতে হাতে,_ আমাকে দেখিবে আমি যুদ্ধ
আছি তোমাদের শহরে শহরে,_ আমাকে দেখিবে আমি
সুখ আবার অসুখ হয়ে আছি তোমাদের শরীরে শরীরে।
কেউ কেউ আমাকে দেখিবে মহাপ্রলয় হয়ে
আসিতেছি তোমাদের শহরে শহরে_
কেউ কেউ দেখিবে আমি মহামারি, বন্যা, ঘূর্ণিঝড় হয়ে
সব কিছু ভাঙিতেছি শহরে শহরে_
কেউ কেউ আমাকে দেখিবে আমি মৃত্যু হয়ে
সব জানোয়ার মেরে পেলেছি শহরে শহরে।
আমি তোমাদের মাঝে বেড়ে উঠেছি কোন্ এক দিন
কোন্ এক দিন মানুষ ছিলাম মানুষের মত
আজ তোমাদের মত হয়ে উঠেছি, তাইতো তোমাদের
মৃত্যুর খবর দিচ্ছি,_ তোমাদের সবাইকে মারবো_
এই শপথ নিয়ে হাসছি তোমাদের মত_
তোমরা যখন নারীর শরীর খুবলে খুবলে খেয়ে হেসেছিলে
আজ আমিও হাসবো তোমাদের মেরে।
তোমাদের শরীর জ্বালাবো, পুড়াবো, গলাবো
টুকরোটুকরো করে আবার তোমাদের খাওয়বো
তোমরা যখন নারীর শরীরে আগুন দিয়েছিলে
একটুও বুক কাপেনি? আকাশ কেপেছিলো
তোমারা দেখনি, দেখনি নারীর চিৎকার।
আজ আমি এসেছি সব ধ্বংস করে দিতে-জানোয়ার।