আমার ঘর বাঁধিয়াছে কে?
কাঁদিয়াছে কে, কোন্ কালে?
আমারে নিয়ে ভাবিয়াছে কে?
রাখিয়াছে কে, কার কোলে?

দু'চোখ ভরিয়া মায়া দেখেছি
আমার দুঃখিনী মায়ের চোখে
মায়ের কোলে ঘর এঁকেছি
ঘুমিয়েছি শত বার বুকে।

আমারে কে বুঝিয়াছে—বার?
বুঝিয়াছে মনের আকুতি—ভাষা?
দুঃখের সময় টানিয়াছে বুকে?
দুঃখের তরে সুখ করিয়াছে চাষা?

মায়ে আমার বুঝিয়াছে ভাষা
বুঝিয়াছে সুখ—দুঃখের কথা
মনে মায়ের অদৃশ্য ভালোবাসা
মায়ের কোলেতে সুখ রয়েছে গাঁথা।



রচিত, মোহাম্মদপুর, ঢাকা
লিমিটেড—২, ব্রিজে বসে লেখা।