বন্ধু তুমি চোখের মাঝে আকাশ হয়ে রবে
বন্ধু তোমায় হৃদয় মাঝে এঁকেছি সূর্য করে।
বন্ধু তোমার হৃদয় আকাশ রাখিয় আমায় ফুলে_
সেই ফুলেতে নরম চক্ষু ভ্রমরা উড়ে দুলে।
বন্ধু তুমি সবুজ ঘাসের সাদা ফুলে—ফুলে
পাখি হয়ে আসিবে ছুটে আমার হৃদয় কোলে।
বন্ধু তুমি সূর্য হয়ে হাসিবে আমার চোখে
আমার শরীরে আলো মাখিবে—আমি বড় সুখে।
বন্ধু তুমি কয়েক দিনে মায়া যত দিলে_
ভুলিবে না চোখ, সুখের চোখে জল কত ঝরে।
কংক্রিটের এই ব্যাস্ত শহরে তুমি দিলে মায়া_
ভালোবাসার বন্ধনে দেহ ভেঙেছে ইঁটের ছায়া।
কোন শহরের পাখি তুমি এই শহরে এলে
ইঁটের দেয়াল ভেঙেছ তুমি শিমুল তুলা উড়ে,
দূরের পাখি উড়ে ঘুরে ডানা দু'টি দুলে,
পাখিটি আজ উড়ে যাবে, দু'টি চোখে জল ঝরে।
বন্ধু তুমি পাখি হয়ে উড়ে উড়ে এলে_
কোন্ গাঁয়েতে সবুজ মাঠে নিজেকে দিবে বিলিয়ে?
আসবে আবার আসবে তুমি কংক্রিটেরই শহরে
আমার মনের ভালোবাসায় রাখিব তোমায় মিলিয়ে।
দূরে—দূরে যত দূরে, যাবে তুমি উড়ে
বন্ধু তুমি পাখি হয়ে আসিও আবার ফিরে।
সুখ সাগরে ডুবে থেকে, রাখিয় আমায় মনে
তোমার জন্য ভালোবাসা—প্রার্থনা রবে সবক্ষণে।