আজ যদি হয় আমার আকস্মিক মৃত্যু!
কেউ কেউ খবর পাবে না,
কেউ কেউ খবর পেয়েও আসবে না,
কেউ কেউ আফসোস করিবে,আকস্মিক হয়ে,
কেউ কেউ হতবাক হবে, জল চোখে।
আজ যদি হয় আমার আকস্মিক মৃত্যু!
কেউ কেউ হাসাহাসি করিবে-মিথ্যে,
কেউ কেউ চিৎকার করিবে করুণ সুখে,
কেউ কেউ আসিবে লাল চোখে,
আমার মুখে আজ কথা নেই আকস্মিক ভাবে।
আজ যদি হয় আমার আকস্মিক মৃত্যু!
সবুজ রঙ চার দিকে ভয়াবহ মাখিবে,
পাখিরা নীরব হয়ে নীড় ভাঙিবে,
কেউ কেউ আসিবে, দেখিবে দূর থেকে,
আমার আকস্মিক মৃত দেহ।
আজ যদি হয় আমার আকস্মিক মৃত্যু!
কেউ কেউ অজানা শহর থেকে আসিবে,
কেউ কেউ ভাত নিয়ে আসিবে-অভাবে,
কেউ কেউ ঝুড়ি বরে মানবতা আনিবে,
কেউ কেউ সুখ আনিবে হাতের মুঠোয় করে।
আজ যদি হয় আমার আকস্মিক মৃত্যু!
আমি তোমাদের মাঝে রবো গোপনে,
আসা- না আসা মানুষ গুলোর ভিতরে,
আজ আমার আকস্মিক মৃত্যু আমার অজানা,
কোনো এক দিন হবে আমার আকস্মিক মৃত্যু!