তোর আলোতে,আমি আলো
পূর্ণিমার আলোতে আমি কৃষ্ণ কালো।
তুই স্বর্গ,তুই আশীর্বাদ
তুই আমার সাদা-কালো আকাশের রঙ্গিন চাঁদ।
তোর মন ভুলানো আঁখি
আমার আকাশ রঙ্গিন পাখি।
স্বপ্ন দেখার রাত গুলো সব
তোর আলোয় করে বাস
আমার স্বপ্ন দেখার ইচ্ছে অশেষ।
ভোরের আলোয় আমি পাখি হবো
ডাকিব মনের সুখে,তোর বাতায়নে
প্রভাতী সূর্যের কিরণ তোকে মাখাবো।
তোর আলো,কালোরা হিংসে করে
নেই,কোথাও নেই,মেঘ জমা আঁধার;
তারারাও দেখে আমার আকাশের চাঁদ তোরে
পূর্ণিমাও ঘুমে আছে তোর অবসরে।
যদি স্বপ্ন দেখি ঘুমহারা চোখে
বৃষ্টি ঝরা কোন এক রাতে
যদি আবার হয়ে যায় দেখা
স্বপ্ন ভেঙ্গে ভোরের আলোতে।
আমি ভালোবাসি আলো
যে আলো আমার আকাশের চাঁদ
তুই আলো আমার কালো চোখের আলো ।