অসিম অন্তরীক্ষের মাঝে দর্শনেন্দ্রি,
খোঁজে কাতর মায়াবী আঁখর–উদ্ভাস
আকাশ ছোঁয়া দালান,হরষ–উল্লাস।
মায়া মত্ত নয়নাভিরাম ধরিত্রার
হাত বারিয়ে আহার আনে নির্ধনের।
রঙে ‘বায়;- উড়িয়ে ঘুরে খোস–কাহনে
কাঙ্গাল জনে কাঙ্গাল থাকে সর্বক্ষণে।
সব কিছু তুচ্ছ-হেলায়,সবি ললাটে।
অশক্য হন্তে দেব দেন কাঁরো যে জনে;
ত্রিদশের হামদ সঙ্গ নিবে বাসনে।
কাহন লোভের মনুষ্য যে জন(ছুঁতে-
চায় অম্বর,মৃত্তিকা তল স্বর্ণ কোষ্)
রসনা পাবক স্বাদ,মস্তক বণ্টন,
রক্ত চক্ষু সমুদয়;- নরক আসন।
সনেট।
শেক্সপিয়ার বা মাইকেলের পদ্ধতির সনেট না এটা আমার নিজের মত করে লেখা সনেট।