বিচ্ছেদ,বিচ্ছেদ,বিচ্ছেদ, অনুচ্ছেদে মন!
লাশ হয়ে ঘুরে যাযাবর, নেই আবাসন।
ছবির মাঝে গল্প, তবে জীবন গৃহ নয়
জীবন যুদ্ধে নিখোঁজ হয়ে, মরনের জয়।
হাসি-কান্না সংসারেতে, কেনো লাগে ভয়
সংসারেতে সাদা-কালো বড় বিপর্যয়
বেলা-বেলা কত বেলা, কোন বেলা সুখের-?
দুঃখের বেলা ঘুরে আসে, এ আজব সংসার।
কেউ দ্বার টানে, হিংসা সিদ্ধ ক্রোধ চোখে
কেউ হাত বাড়িয়ে আহার খোঁজে করুণ দুঃখে।
কেউ মেঘের সাথে ঘর বেধেছে চাঁদের সুখ চেয়ে
কেউ মৃত্তিকাতে কুটির গড়ে, মাটির ঘ্রাণ নিয়ে।
ফুলের মত ঝরে পড়ে মাটির দেহ ধূলায়
মায়ার মোহে অন্ধ হয়ে জীবনের উল্টোপীট ভুলায়।
ভুলে যাওয়া মরন আসিবে সাজানো ঘরে
সুখ-দুঃখ, আলো-আধার আজব সংসারে।