দাউ দাউ করে জ্বলিছে আগুন
দুঃখির রুদ্ধ মনে
দুঃখির তরে সুখ নাহি আজ
দুঃখিরা দুঃখ গুনে
এক ঘরেতে পুষ্প ফুটিয়াছে
সুখের আবাস মনে
আরেক ঘরে জ্বলিতেছে আগুন
কেউ নাহি শব্দ শুনে।
কারো আগুনে, কেউ উষ্ণ খোঁজে
জ্বলেপুড়ে যায় দেহে
হাসিতেছে কেউ সুখের জলে
আসিবে না কেউ চাহে।
দুঃখির ঘরেতে চাহে না কেউ
স্বচ্ছ চোখ পেতে
দূর থেকে হাসিতেছে তাহারা
রবে আনন্দে মেতে।
দাউ দাউ করে জ্বলিছে আগুন
দুঃখির রুদ্ধ ঘরে
সুখেরা কেউ চাহিবে না ফিরে
জ্বলেপুড়ে যাক মরে।
এই ভবেতে আজব খেলা
খেলে সকল মানুষ
কেউ হাসিতেছে আকাশ উঠে
উড়ায় রঙিন ফানুস।
অন্ধ চোখে দেখিবে না কেউ
অর্থের বেড়াজালে
কারো ঘরে বেড়া নাহি সুখ
খাবার পেট জ্বলে।
সুখের মাঝে হাসিবে জীবন
রবে কত সুখ ঘরে
সবার তরে আসিবে না সুখ
যে দিন যাবে মরে।
আগুনে জ্বলার মানুষ গুলো
কাঁদিবে কত কাল
মরণ এসে হাসিয়ে দিবে
সুখে রবে পরকাল।
রচনা, মোহাম্মদপু, ঢাকা,
লিমিটেড—২, ব্রিজে বসে লেখা।