ছুটতে আমি পারবোনা মা
ঘুমিয়ে রবো কোলে
তোমার দেওয়া কত আদর
ফুলের মত দোলে।
নারে বাবা ছুটটে হবে
দেখতে হবে জগত
আদর যত সঙ্গে রবে
ছুটে চলবি ভারত।
জীবন জয়ে ছুটতে হবে
দেখতে হবে সব
সত্য মিথ্যা চিনতে হবে
ঘুমিয়ে নয় ভব।
দেখবো আমি জগতটাকে
মানুষ যত সব
তোমার কোলে ছুটে আসি
বয়স কত নব।
-ছড়া