অনেক আগের জীবনে সন্ন্যাসী হতে চেয়েছি
সন্ন্যাসী জীবনে প্রকৃতির সাথে সন্ধি এঁটেছি।
একলা জীবনে ভয় নেই, আক্রমণ-বিদ্রুপ নেই
চিন্তা, চরিত্র, আফসোস, সংঘাত, সংশয় নেই।
অনেক আগের জীবনে সন্ন্যাসী হতে চেয়েছি
সন্ন্যাসী জীবনে সবুজ রাতের প্রকৃতি পেয়েছি
এখানে হিংসা নেই, বিদ্বেষ, হাহাকার, নরক নেই
ঘুষ নেই, সুদ, দুর্নীতি, ছিনতাই, আক্রোশ নেই।
অনেক আগের জীবনে আমি সন্ন্যাসী হতে চেয়েছি
আমি মানুষ ভুলে প্রকৃতির সাথে প্রকৃতি হয়েছি
গাছ, পাখি, ঘাস, নদী, বন, পাহাড়, সুখ হয়েছি
অনেক আগে আমি প্রকৃতিতে সন্ন্যাসী হতে চেয়েছি।
আমি আবার সন্ন্যাসী হতে চাই, কোলাহলের বাহিরে
প্রকৃতির সাথে মিশে যেতে চাই সন্ন্যাসী হয়ে।
যেখানে চোখে কান্না নেই, কষ্ট, ব্যাথা, দুঃখ নেই
টানাটানি নেই, লোভ, হানাহানি, টাকার চোখ নেই।
আমি আবার সন্ন্যাসী হতে চেয়েছি একেলা দূরে
যেখানে মানুষ নেই, আমি মানুষের মত করে।
হঠাৎ এক দিন আবার সন্ন্যাসী হয়ে যাবো—নীরবে
যেখানে রক্ত নেই, যুদ্ধ, ধনী-গরীব নেই-এই ভবে?