বয়স আমার যাচ্ছে চলে
পড়ালেখা করে
চাকরিটা আর হলোনা আমার
আসলো না বউ ঘরে।
সেশনজটে আটকে আছি
৩০ গেলো চলে
চাকরিটা আর কোন হোলেতে
জুটলো না আমার গলে।
সরকার কি আর বয়সসীমা
রাখতে পারে ধরে
এত গুলো ক্লাস কেন ভাই
পড়তে পড়তে যাই মরে।
৩৫শে বয়সসীমা
সরকার যদি করে
একটু নিশ্বাস পড়বে তবে
মা-বাবারই ঘরে।