এতে কোন সন্দেহ নেই,
কবিতার অভিমুখ প্রেয়সী'র মন
নিঃষ্কলুষ, অমলিন, অপাপবিদ্ধ।
শান্তি হোক বা সমর,
তার মধু_মাখা হাসি প্রেরণাদায়ী
হয়ে মুছে দেয় সব ক্লান্তি, শ্রান্তি, অবসন্নতা।
আধোঘুমে বা অখন্ডনিদ্রায়,
সে আসে - স্বপ্নসারথি হয়ে ; দিকহারা
নাবিকের পথের দিশা যেন তার এলোচুল!
কবির মনে সাধ জাগে,
হতে চায় তার কপালের সবুজ_টিপ ;
মন_প্রাণ উন্মাতাল করা ভ্রমর_আঁখির কাজল !
প্রেয়সীর মনের দুয়ারে
অনিঃশেষ অপেক্ষা অনন্ত আবেগ_সঞ্জাত
প্রেমার্ঘ, হৃদয়_নিঙড়ানো সাগরসম ভালোবাসা!